
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাব্য পরিকল্পনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “ম্যাক্রোঁ একটি গুরুতর ভুল করছেন। প্যালেস্তাইন রাষ্ট্রের একমাত্র লক্ষ্যই হলো ইজরায়েলকে ধ্বংস করা।”
ম্যাক্রোঁ সম্প্রতি ফ্রান্স ৫-এ এক সাক্ষাৎকারে জানান, জুন মাসে জাতিসংঘ সম্মেলনে ফ্রান্স প্যালেস্তাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। তিনি বলেন, “আমি এই পদক্ষেপ নেব, কারণ এটি সময়ের দাবি এবং এটি একটি যৌথ প্রক্রিয়াকে উৎসাহিত করতে পারে, যাতে আরব দেশগুলোও ইজরায়েলকে স্বীকৃতি দেয়।”
নেতানিয়াহু প্রতিক্রিয়া জানিয়ে আরও বলেন, “৭ অক্টোবরের হামলার পর আজও হামাস কিংবা প্যালেস্তাইন কর্তৃপক্ষ থেকে কেউ এই বর্বর হামলার নিন্দা জানায়নি। এটা প্রমাণ করে তারা প্রকৃতপক্ষে ইজরায়েলের অস্তিত্ব মেনে নেয় না।”
তিনি ফ্রান্সকে কটাক্ষ করে বলেন, “যারা নিজেদের ভূখণ্ড, যেমন কর্সিকা, নিউ ক্যালেডোনিয়া, ফরাসি গায়ানা—যার স্বাধীনতা ফ্রান্সের জন্য কোনো হুমকি নয়—তাদের স্বাধীনতা দিতে নারাজ, তারা আমাদেরকে স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্র মেনে নিতে বলছে!”
নেতানিয়াহুর পুত্র ইয়ায়ার নেতানিয়াহু'ও ম্যাক্রোঁর প্রতি ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লেখেন, “Screw you!” এবং একাধিক ফরাসি অঞ্চলকে স্বাধীনতা দেওয়ার দাবিও তোলেন, যদিও তিনি 'French Guinea' বলে ভুল করেন।
ফ্রান্স ইতিপূর্বেও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে এসেছে, তবে একটি স্বাধীন প্যালেস্তাইন রাষ্ট্রকে সরাসরি স্বীকৃতি দেওয়া তাদের জন্য একটি বড় নীতিগত পরিবর্তন হবে। এই পদক্ষেপে ইজরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে হামাস ম্যাক্রোঁর বক্তব্যকে স্বাগত জানিয়েছে। বর্তমানে বিশ্বে প্রায় ১৫০টি দেশ প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
চলমান এই কূটনৈতিক উত্তেজনা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মত বিশ্লেষকদের।
দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু
পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে
সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী
‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ
‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে
‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়
আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!
ভারতের ‘পাল্টা আঘাতের’ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট
পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা